পড়াশোনা

প্রাইমারি মেমোরি কি | প্রাইমারি মেমোরি বলতে কী বোঝায়? প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য।

1 min read

প্রাইমারি মেমোরি বলতে সিপিউ-এর সাথে সরাসরি অ্যাকসেস সম্পন্ন মেমোরিকে বোঝায়। CPU-এর অন্তর্গত ALU-এর সাথে এ ধরনের মেমোরির প্রত্যক্ষ অ্যাকসেস থাকে। প্রাইমারি মেমোরি দ্রুত গতি সম্পন্ন হয়ে থাকে।

প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্যঃ

  • প্রধান মেমোরির চলমান প্রোগ্রাম, ডাটা, হিসাব-নিকাশের ফলাফল ইত্যাদি অস্থায়ীভাবে সংরক্ষণ করে।
  • এ ধরনের মেমোরি উদ্বায়ী অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে এ মেমোরিতে সংরক্ষিত ডেটা মুছে যায়।
  • প্রসেসরের নিকটবর্তী হওয়ার ডাটা সংরক্ষণ ও পঠন দ্রুতগতি সম্পন্ন।
  • কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য সিস্টেম সফটওয়্যারের প্রয়োজনীয় অংশ প্রাইমারি মেমোরিতে লোড হয়।
  • প্রাইমারি মেমোরিতে সঞ্চিত উপাত্ত CPU সরাসরি প্রসেস করতে পারে।

 

প্রাইমারি মেমোরি (Primary Memory):

প্রাইমারি মেমোরি CPU এর সাথে যুক্ত যে অস্থায়ী মেমোরিতে ইনপুট ডিভাইস থেকে আসা তথ্য ও নির্দেশ প্রথমে জমা হয় তাকে প্রাইমারি মেমোরি বা প্রাইমারি স্টোরেজ (Primary storage) বা মেন মেমোরি (Main memory) বলা হয়। প্রাইমারি মেমোরি দ্রুত গতি সম্পন্ন হয়ে থাকে। প্রধান মেমোরির চলমান প্রোগ্রাম, ডাটা, হিসাব-নিকাশের ফলাফল ইত্যাদি অস্থায়ীভাবে সংরক্ষণ করে। এ ধরনের মেমোরি উদ্বায়ী অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে এ মেমোরিতে সংরক্ষিত ডেটা মুছে যায়। প্রসেসরের নিকটবর্তী হওয়ার ডাটা সংরক্ষণ ও পঠন দ্রুতগতি সম্পন্ন কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য সিস্টেম সফটওয়্যারের প্রয়োজনীয় অংশ প্রাইমারি মেমোরিতে লোড হয়। প্রাইমারি মেমোরিতে সঞ্চিত উপাত্ত CPU সরাসরি প্রসেস করতে পারে।

সেকেন্ডারি মেমরি (Secondary Memory):

ব্যবহারকারীর প্রোগ্রাম ও তথ্য দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখার জন্য অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন, কম গতিবিশিষ্ট ও কম দামের বিশেষ ধরনের মেমোরিকে সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরি বলা হয়। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ এর সাথে এর কোন প্রত্যক্ষ সংযোগ নেই তবে সিপিইউ-এর নির্দেশে প্রধান ও সহায়ক মেমোরির মধ্যে উপাত্ত বা নির্দেশ চলাচল করে। হার্ডডিস্ক, ফ্লপিডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, চৌম্বক ফিতা ও ড্রাম হলো সেকেন্ডারি মেমােরির উদাহরণ।

প্রাইমারি ও সেকেন্ডারি মেমরির মধ্যে পার্থক্যঃ

প্রাইমারি মেমোরি CPU এর সাথে যুক্ত যে অস্থায়ী মেমোরিতে ইনপুট ডিভাইস থেকে আসা তথ্য ও নির্দেশ প্রথমে জমা হয়। প্রাইমারি ও সেকেন্ডারি মেমোরির মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। প্রাইমারি মেমোরি CPU এর সাথে যুক্ত যে অস্থায়ী মেমোরিতে ইনপুট ডিভাইস থেকে আসা তথ্য ও নির্দেশ প্রথমে জমা হয় তাকে প্রাইমারি মেমোরি বলে। অন্যদিকে, প্রোগ্রাম ও তথ্য দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখার জন্য অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন, কম গতিবিশিষ্ট ও কম দামের বিশেষ ধরনের মেমোরিকে সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরি বলা হয়।

২। প্রাইমারি মেমোরির ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে, সেকেন্ডারি মেমোরির ডাটা গুলি সঞ্চয় এর জন্য ব্যবহৃত হয়।

৩। প্রাইমারি মেমোরিতে ডাটা ধারণ করার ক্ষমতা কম। অন্যদিকে, সেকেন্ডারি মেমোরিতে ডাটা ধারণ করার ক্ষমতা বেশি।

৪। প্রাইমারি মেমোরির উদাহরণ হলো- RAM , ROM, অন্যদিকে, সেকেন্ডারি মেমোরির উদাহরণ হলো- হার্ডডিস্ক , CD-ROM ।

৫। প্রাইমারি মেমোরিকে Main Memory বলা হয়। অন্যদিকে, সেকেন্ডারি মেমোরিকে Auxiliary Memory বলা হয়।

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “প্রাইমারি মেমোরি বলতে কী বোঝায়? প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য।” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

5/5 - (42 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x