প্রাইমারী খাদক ও সেকেন্ডারী খাদক কাকে বলে?
প্রাইমারী খাদকঃ যে সব জীব খাদ্যের জন্য সম্পূর্ণভাবে উৎপাদকের উপর নির্ভরশীল, সেগুলোকে প্রাইমারী খাদক বলে। তৃণভোজী প্রাণীরা প্রাইমারী খাদক। বনের পতঙ্গ, হরিণ, খরগোশ, পুকুরের তৃণভোজী আর্থ্রোপোড, স্থলচর গরু, ছাগল প্রভৃতি প্রইমারী খাদক।
সেকেন্ডারী খাদকঃ যে সব খাদক প্রাইমারী খাদকদের খেয়ে জীবনধারণ করে, সেগুলোকে সেকেন্ডারী খাদক বলে। এরা মাংসাশী প্রাণী। বনের তৃণভোজী পতঙ্গ প্রাইমারী খাদক কিন্তু এদের খাদক ব্যাঙ বা পতঙ্গভুক পাখি হচ্ছে সেকেন্ডারী খাদক।