পড়াশোনা

র‌্যান্ডম অ্যাক্সেস ফাইল (Random access file) কাকে বলে? এর সুবিধা ও অসুবিধা কি?

1 min read

যেসব ফাইলের ডেটা বা উপাত্ত ভাগ হওয়া মাত্রই সরাসরি অ্যাকসেস করা যায় সেসব ফাইল সংগঠনকে র‌্যান্ডম অ্যাক্সেস ফাইল (Random access file) বলে। এ ধরনের ফাইলে কাঙ্ক্ষিত ডেটা অ্যাকসেস করতে কোনো ধরনের ক্রম বা ধারা অণুসরণ করার দরকার হয় না। কারণ ফাইলে ডেটা কোনো বিশেষ ক্রম (index) অনুযায়ী সাজানো থাকে না। কাঙ্ক্ষিত ডেটা অ্যাকসেস করতে Hashing নামক পদ্ধতি ব্যবহার করা হয়।

সুবিধা (Advantages)

  • দ্রুত রেকর্ড প্রসেসিং করা যায়।
  • তাৎক্ষণিক কোনো ডেটা আপডেট করা যায়।
  • ফাইলের যেকোনো স্থানে ডেটা সন্নিবেশ করা যায়।
  • কাঙ্ক্ষিত ডেটা পেতে সম্পূর্ণ ফাইল পড়ার দরকার হয় না বলে সময়ও খরচ কম হয়।
  • একসাথে একাধিক রেকর্ড প্রসেস করা যায়।

অসুবিধা (Disadvantages)

  • র‌্যান্ডম অ্যাকসেস ফাইল সংগঠন প্রোগামিং দৃষ্টিকোণ থেকে বাস্তবায়ন কঠিন।
  • প্রক্রিয়াকরণের পূর্বেকার ডেটা প্রক্রিয়াকরণের ফলে বিলুপ্ত হয় বলে ব্যাকআপ (Backup) রাখতে হয়।
  • এ ফাইল সংগঠনে ব্যবহৃত Hashing algorithm এ hashing value গণনা অনেক সময় বাড়তি বোঝা হিসেবে গণ্য হয়।
  • একাধিক ব্যবহারকারী একসাথে ব্যবহার করলে নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “র‌্যান্ডম অ্যাক্সেস ফাইল (Random access file) কাকে বলে? ” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

5/5 - (36 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x