পড়াশোনা

নার্সারি কি? নার্সারি কত প্রকার ও কি কি? What is Nursery in Bangla?

1 min read

নার্সারি হলো চারা উৎপাদনের কেন্দ্র যেখানে চারা উৎপাদন করে রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয়।

নার্সারির প্রকারভেদ
স্থায়িত্বের ভিত্তিতে নার্সারি দু’প্রকার। যথাঃ-
১। স্থায়ী নার্সারি : এ ধরনের নার্সারিতে সারা বছর চারা উত্তোলন করা হয়। এখান থেকে উন্নতমানের চারা পাওয়া যায়।
২। অস্থায়ী নার্সারি : সড়ক ও জনপথ বিভাগে নতুন রাস্তা নির্মাণের পর রাস্তার দু’পাশে গাছ লাগায়। এ জন্য অস্থায়ী নার্সারি স্থাপন করে। এখানে সতেজ চারা পাওয়া যায়।

আবার, মাধ্যমের ভিত্তিতে নার্সারি ২ প্রকার। যথাঃ-
১। পলিব্যাগ নার্সারি : এ ক্ষেত্রে পলিব্যাগে চারা তৈরি করা হয়। এতে | চারাকে সহজেই প্রাকৃতিক দুর্যোগ হতে বাঁচানো যায়।
২। বেড নার্সারি : এক্ষেত্রে সরাসরি মাটিতে বেড় করে চারা উত্তোলন করা হয়। অনেক সময় বেডে চারা তৈরি করে তা পলিব্যাগে স্থানান্তর করা হয়।

4.4/5 - (14 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x