চিত্রসহ বিন্দুর লম্ব অভিক্ষেপের সংজ্ঞা দাও। লম্ব অভিক্ষেপ কাকে বলে
বিন্দুর লম্ব অভিক্ষেপ (Orthogonal Projection of a Point) : কোনো নির্দিষ্ট সরলরেখার ওপর কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে উক্ত নির্দিষ্ট রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বুঝায়।
মনে করি, XY একটি নির্দিষ্ট সরলরেখা এবং P যেকোনো বিন্দু (নিচের চিত্রে)। P বিন্দু থেকো XY রেখার উপর অঙ্কিত লম্ব PP‘ এবং এই লম্বের পাদবিন্দু P‘। সুতরাং, P‘ বিন্দু XY রেখার উপর P বিন্দুর লম্ব অভিক্ষেপ। কোনো নির্দিষ্ট রেখার উপর কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ একটি বিন্দু।
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “চিত্রসহ বিন্দুর লম্ব অভিক্ষেপের সংজ্ঞা দাও। লম্ব অভিক্ষেপ কাকে বলে” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।