অসম্ভব ঘটনা কাকে বলে? অসম্ভব ঘটনার উদাহরণ।

কোনো পরীক্ষায় যে ঘটনা কখনো ঘটবে না অর্থাৎ ঘটতে পারে না একে অসম্ভব ঘটনা বলে।

অসম্ভব ঘটনার সম্ভাবনা সব সময় শূন্য (০) হয়। উদাহরণ হিসাবে বলা যায়, আগামীকাল সূর্য পশ্চিম দিকে উঠবে অথবা সূর্য পূর্বদিকে অস্ত যাবে এর সম্ভাবনা শূন্য। তেমনি রাত্রে সূর্য দেখা যাবে এর সম্ভাবনাও শূন্য। তেমনটি ভাবে একটা ছক্কা নিক্ষেপ করলে 7 আসার সম্ভাবনাও শূন্য। এখানে প্রত্যেকটি ঘটনাই অসম্ভব ঘটনা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *