লগারিদম কি? লগারিদম এর জনক কে? লগারিদম এর ব্যবহার। What is Logarithm?

লগারিদম (Logarithm) হলো সূচকের বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ সূচক থেকেই লগারিদমের সৃষ্টি। Logos এবং arithmas নামক দুটি গ্রিক শব্দ হতে Logarithm শব্দটির উৎপত্তি। Logos অর্থ আলোচনা এবং arithmas অর্থ সংখ্যা অর্থাৎ Logarithm শব্দের অর্থ সংখ্যা নিয়ে আলোচনা। লগারিদমকে সংক্ষেপে লগ (Log) লেখা হয়।

লগারিদম এর জনক জন নেপিয়ার (John Napier)।

লগারিদম এর ব্যবহার
সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। বড় বড় সংখ্যা বা রাশির গুণফল, ভাগফল ইত্যাদি log এর সাহায্যে সহজে নির্ণয় করা যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *