মূলদ ও অমূলদ সংখ্যার পার্থক্য কি?
মূলদ ও অমূলদ সংখ্যার পার্থক্য নিম্নে দেওয়া হলোঃ
মূলদ সংখ্যা
- যে সংখ্যাটিকে দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল (শূন্য ব্যতীত) হিসেবে প্রকাশ করা যায়, তাকে মূলদ সংখ্যা বলে।
- মূলদ সংখ্যার দশমিকে প্রকাশ হয় সসীম, না হয় পৌনঃপুনিক হবে।
- প্রত্যেক সসীম সংখ্যাই মূলদ।
- উদাহরণঃ 5, 3/4।
অমূলদ সংখ্যা
- যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল হিসেবে প্রকাশ করা যায় না, তাকে অমূলদ সংখ্যা বলে।
- অমূলদ সংখ্যার দশমিকে প্রকাশ অসীম কিন্তু পৌনঃপুনিক হবে না।
- প্রত্যেক অসীম কিন্তু পৌনঃপুনিক নয়, এমন দশমিক সংখ্যা অমূলদ।
- উদাহরণঃ √2, π