যেকোনো সাইট তথা ওয়েব পেইজ তৈরি করার আগে তার ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা চাই। ওয়েব পেইজ ডিজাইনের জন্য সাধারণত বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয়। এগুলো হলো–
১. প্রয়োজনীয় কন্টেন্ট সংগ্রহ করা।
২. গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে মূল ইন্টারফেস তৈরি ও স্লাইসিং করা।
৩. ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্লাইসকৃত সাইটকে এডিট করা।
৪. এইচটিএমএল (HTML) ও সিএসএস (CSS) ব্যবহার করে সাইট ডিজাইন করা।
৫. ডেটাবেজ অন্তর্ভুক্ত করা।
৭. ওয়েব পেইজ টেস্টিং করা।