শূন্য জোড় না বিজোড় সংখ্যা?

শূন্য জোড় নয় বিজোড়ও নয়, ০ সংখ্যাটি অভাবজ্ঞাপক বা সহকারী সংখ্যা।

গণিত (Mathematics) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। দুটি সম্পূরক কোণের সমষ্টি কত?
উত্তরঃ দুটি সম্পূরক কোণের সমষ্টি 180 ডিগ্রি।

প্রশ্ন-২। দুটি পূরক কোণের সমষ্টি কত?
উত্তরঃ দুটি পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি।

প্রশ্ন-৩। কয়টি কোণ দেওয়া থাকলে 1টি সদৃশ ত্রিভূজ আকাঁ যায়?
উত্তরঃ 3টি কোণ দেওয়া থাকলে 1টি সদৃশ ত্রিভূজ আঁকা যায়।

প্রশ্ন-৪। কোন বৃত্তের ব্যাসার্ধ r হলে ব্যাস কত?
উত্তরঃ কোন বৃত্তের ব্যাসার্ধ r হলে ব্যাস হবে 2r।

প্রশ্ন-৫। একটি ত্রিভুজের কয়টি বহিবৃত্ত আঁকা সম্ভব?
উত্তরঃ একটি ত্রিভুজের তিনটি বহিবৃত্ত আঁকা সম্ভব।

প্রশ্ন-৬। সমবৃত্তভুমিক বেলন বা Cylinder কাকে বলে?
উত্তরঃ কোনো আয়তক্ষেত্রের যেকোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ঐ বাহুর চারদিকে ঘোরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয় তাকে সমবৃত্তভুমিক বেলন বা Cylinder বলে।

প্রশ্ন-৭। সমান্তর ধারা কাকে বলে?
উত্তরঃ কোনো ধারার যেকোনো পদ ও এর পূর্ববর্তী পদের পার্থক্য সমান হলে, সেই ধারাটিকে সমান্তর ধারা বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *