বর্গ, বর্গমূল এবং পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে?

বর্গ কাকে বলে? (What is Square in Bengali?)
কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ঐ সংখ্যার বর্গ (Square) বলে। যেমন : ৩ সংখ্যাটিকে ৩ দ্বারা গুণ করলে গুণফল হয় ৯। সুতরাং ৩ এর বর্গ হলো ৯।
বর্গমূল কাকে বলে? (What is called Square root?)
কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ঐ সংখ্যার বর্গ (Square) এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল (Square root) বলে। যেমন : ৩ সংখ্যাটিকে ৩ দ্বারা গুণ করলে গুণফল হয় ৯। সুতরাং ৯ এর বর্গমূল হলো ৩।
পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে?
যে সব সংখ্যাকে বর্গমূল করা হলে প্রাপ্ত ফলাফল একটি মূলদ সংখ্যা হয় সেসব সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে।
যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক ২ বা ৩ বা ৭ বা ৮  হয় সেসব সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয়। এবং যেসব সংখ্যার শেষে বিজোড় সংখ্যক ০ হয় সেসব সংখ্যাও পূর্ণবর্গ সংখ্যা নয়।
যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক ১ বা ৪ বা ৫ বা ৬ বা ৯ হয় সেসব সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা থাকে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “বর্গ, বর্গমূল এবং পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts