গার্মেন্টসে ওভেন ও নিটওয়্যার বলতে কি বুঝায়?
তৈরি পোশাক খাত মূলত দুটি ভাগে বিভক্ত- ওভেন ও নিটওয়্যার। ওভেনের মধ্যে পুরোপুরি তৈরি পোশাক যেমন- শার্ট, প্যান্ট, জামা প্রভৃতি অন্তর্ভুক্ত। বয়ন প্রণালীতে প্রস্তুত করা হয় এগুলো।
অন্যদিকে নিট এর মধ্যে অন্তর্ভুক্ত গেঞ্জি, টি-শার্ট, মোজা প্রভৃতি। এগুলো বোনা বা বুনন পদ্ধতিতে প্রস্তুত করা হয়। এসবের অন্য নাম হোসিয়ারী সামগ্রী।
ওভেন ফেব্রিক এর বৈশিষ্ট্য
- ওভেন ফেব্রিক এ দুই সারি সুতা মানে টানা ও পড়েন সুতা ব্যবহার করা হয়।
- ওভেন ফেব্রিকের এক সারিতে টানা ও অন্য সারিতে পরেন সুতা ব্যবহার করা হয়।
- নীট ফেব্রিক এর তুলনায় ওভেন ফেব্রিক এর ব্যবহার বেশি হয়।
- ওভেন ফেব্রিক এর ইলাস্টিকতা নেই বললেই চলে।
- ওভেন ফেব্রিক এর ক্ষেত্রে ইয়ার্ন ডাইং বা অলওভার প্রিন্টিং করা হয়।
- ওভেন ফেব্রিক এর ব্যবহারবিধি তুলনামূলক বেশি।
- প্রত্যেকটি ওভেন ফেব্রিকে একটি নির্দিষ্ট ডিজাইন থাকে।
- ওভেন ফেব্রিক দ্বারা লেডিস আইটেম এর ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়।
- ওভেন ফেব্রিক এর দাম তুলনামূলক সামঞ্জস্যপূর্ণ।
- ওভেন ফেব্রিক এ টানা সুতায় আগে মার প্রয়োগ করতে হয়।
- ওভেন ফেব্রিক তুলনামূলকভাবে ভাঁজ বেশি দেখা যায়।
- ওভেন ফেব্রিকের প্রান্তভাগ গুটিয়ে যায় না।
- ওভেন ফেব্রিক এর টপ সাইট এবং ইনসাইড দুটি একই রকম অথবা ভিন্ন হতে পারে।
- ওভেন ফেব্রিক সিঙ্গেল প্লাই, ডাবল প্লাই, ও ট্রিপল প্লাই বিশিষ্ট থাকতে পারে।
- ওভেন ফেব্রিক তৈরি করার সময় চাইলে চেক, স্ট্রাইপ, ক্রসওভার এবং বিভিন্ন রকম ইফেক্ট সৃষ্টি করা যায়।
- ওভেন ফেব্রিকের সামনে-পিছনে অথবা উভয় দিকে আনকাট পাইল থাকতে পারে।