কৃত্রিম প্রজনন কাকে বলে? কৃত্রিম প্রজননের গুরুত্ব কি?
যে প্রক্রিয়ায় ভিন্নতর বৈশিষ্ট্যমণ্ডিত দুটি জীবের মধ্যে প্রজনন ঘটিয়ে কাংখিত প্রকরণ সৃষ্টি করা হয় তাকে কৃত্রিম প্রজনন বলে।
কৃত্রিম প্রজননের গুরুত্ব
মানুষ বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন উদ্ভিদে কৃত্রিম প্রজনন করিয়ে থাকে। কাটিং, লেয়ারিং, বাডিং, গ্রাফটিং ইত্যাদি বিভিন্ন উপায়ে কৃত্রিম প্রজনন বিভিন্ন উদ্ভিদে করা হয়। এর ফলে- (i) উন্নতজাত সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা যায় এবং তার থেকে ভালাে মানের ফল পাওয়া যায়। (ii) এর দ্বারা সৃষ্ট উদ্ভিদে তাড়াতাড়ি ফুল ও ফল ধরে। (iii) বেশি ফলন পাওয়া যায়।