ডিম্বাশয় কি? ডিম্বাশয়ের কাজ
ডিম্বাশয় হচ্ছে ডিম্বাণূ উৎপাদনকারী একটি প্রজনন অঙ্গ এবং স্ত্রী প্রজননতন্ত্রের একটি অংশ। ডিম্বাশয় দেখতে অনেকটা ডিম্বাকার এবং মানুষে এটার আকার দৈর্ঘে ৩ সে.মি., প্রস্থে ১.৫ সে.মি., এবং পুরুত্বে ১.৫ সে.মি.।
ডিম্বাশয়ের কাজ
i. স্ত্রী দেহের বিভিন্ন যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করা।
ii. ঋতুচক্র নিয়ন্ত্রণ করা।
iii. গর্ভাবস্থায় জরায়ু, ভ্রুণ, অমরা ইত্যাদির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা।