পড়াশোনা
1 min read

বিদ্যাপতি প্রশ্ন উত্তর

Updated On :

বিদ্যাপতিঃ
প্রশ্ন : বিদ্যাপতির জন্ম কোথায়?
উত্তর : মিথিলার সীতামারী মহকুমার বিসফি গ্রামে (আনুমানিক ১৩৮০-১৪৬০)।

প্রশ্ন : পদাবলীর প্রথম কবি কে?
উত্তর : বিদ্যাপতি।

প্রশ্ন : বিদ্যাপতি কী হিসেবে পরিচিত?
উত্তর : বৈষ্ণব কবি ও পদ রচয়িতা।

প্রশ্ন : বিদ্যাপতি কী কী ভাষার পদ রচনা করেন?
উত্তর : মৈথিলী, অবহটঠ ও সংস্কৃত ভাষায়।

প্রশ্ন : বিদ্যাপতির শ্রেষ্ঠ কীর্তি কী?
উত্তর : রাধা-কৃষ্ণ বিষয়ক পদরচনা (ব্রজবুলি ভাষায়)।

প্রশ্ন : ‘ব্রজবুলি’ কি ধরনের ভাষা?
উত্তর : বাংলা ও মৈথিলী ভাষার মিশ্রণ।

প্রশ্ন : ‘ব্রজবুলি’তে আর কি ভাষার শব্দও আছে?
উত্তর : হিন্দি ভাষার (মিথিলা অঞ্চলের)।

প্রশ্ন : বাংলা একটি পদও রচনা করেন নি কে?
উত্তর : বিদ্যাপতি।

প্রশ্ন : ‘এ সখি হামারি দুখের নাহি ওর’―এ বিখ্যাত পদ কার?
উত্তর : বিদ্যাপতির।

প্রশ্ন : বৈষ্ণব পদাবলি’র আদি/প্রথম রচয়িতা কে?
উত্তর : বিদ্যাপতি।

প্রশ্ন : বিদ্যাপতি কি নামে খ্যাত ছিলেন?
উত্তর : মৈথিল কোকিল, অভিনব জয়দেব, কবিশেখর, কবি রঞ্জন, কবিকণ্ঠহার, প–তঠাকুর, সদুপাধ্যায়, রাজপ–ত।

প্রশ্ন : বিদ্যাপতি কোন জীবনের কবি?
উত্তর : নাগরিক জীবনের কবি।

প্রশ্ন : বিদ্যাপতি কোন ভাষার স্রষ্টা?
উত্তর : ‘ব্রজবুলি’।

প্রশ্ন : বিদ্যাপতির নাটক কোনটি?
উত্তর : গোরক্ষবিজয়।

প্রশ্ন : ‘আজি বাদর মাহ ভাদর/শূন্য মন্দির মোর।’-কার রচিত পদ?
উত্তর : বিদ্যাপতির।

প্রশ্ন : সংস্কৃত কবি জয়দেবের ‘গীত গোবিন্দ’ কোন ভাষায় রচিত?
উত্তর : ব্রজবুলি ভাষায়।

প্রশ্ন : তাঁর পদাবলি কোন ভাষায় রচিত?
উত্তর : ব্রজবুলি ভাষায়।

প্রশ্ন : ব্রজুবুলি বলতে কি বোঝায়?
উত্তর : এক রকম কৃত্রিম কবিভাষা/মথুরার ভাষা।

প্রশ্ন : ব্রজলীলা সম্পর্কিত ‘ব্রজবুলি’ নামে পরিচিত ভাষা কোন কোন ভাষার মিলিত রূপ?
উত্তর : বাংলা, মৈথিলী ও হিন্দি ভাষার কিছু শব্দ।

প্রশ্ন : কোন ভাষা মুখের ভাষা নয় এবং সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র ব্যবহার নেই?
উত্তর : ব্রজবুলি ভাষা’র

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “বিদ্যাপতি প্রশ্ন উত্তর” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

4.7/5 - (49 votes)