পত্র বা পাতা কাকে বলে? পত্রের কাজ কি?
শাখা-প্রশাখাের গায়ে যে চ্যাপ্টা সবুজ অঙ্গ সৃষ্টি হয় তাকে পাতা বা পত্র বলে।
পত্রের কাজ
পত্রের কাজ নিচে উল্লেখ করা হলো–
- পত্র সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।
- পত্র কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন উদ্ভিদদেহে আদান-প্রদান করে।
- পত্র উদ্ভিদদেহের অতিরিক্ত পানিকে বাষ্পাকারে বাইরে বের করে দেয়।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “পত্র বা পাতা কাকে বলে?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।