নিম্নশ্রেণির জীব ও অণুজীব বলতে কী বোঝায়?
নিম্নশ্রেণির জীব বলতে কী বোঝায়?
ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্নশ্রেণির জীব বলা হয়। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশুপাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে।
জীবাণু বা অণুজীব বলতে কী বোঝায়?
জীবাণু বা অণুজীব বলতে বোঝায় উদ্ভিদ ও প্রাণীরাজ্যের অন্তর্ভুক্ত এমন সব ছোট জীব যাদের খালি চোখে দেখা যায় না। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদের প্রত্যেকটিকে আলাদাভাবে পর্যবেক্ষণ করা যায়। সাধারণভাবে এক মিলিমিটার বা তার চেয়ে কম ব্যাসের জীবগুলোকে জীবাণু বা অণুজীব বলে। ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাকটিনোমাইসিটিস ইত্যাদি অণুজীবের অন্তর্গত।