পড়াশোনা
1 min read

প্রবাহ ঘনত্ব কি? স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মধ্যে পার্থক্য লেখ।

কোনো পরিবাহীর প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে।
কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A হলে এবং তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ I হলে, প্রবাহ ঘনত্ব j হবে,

 

স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মধ্যে পার্থক্য লেখ।

স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

স্টেপ আপ ট্রান্সফরমার

  • অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে বেশি বিভবের অল্প তড়িৎ প্রবাহে পরিণত করে।
  • মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি থাকে।
  • সাধারণত দূর দূরান্তে তড়িৎ প্রেরণের সময় এ ধরণের ট্রান্সফরমার ব্যবহৃত হয়।

 

স্টেপ ডাউন ট্রান্সফর্মার

  • অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে পরিণত করে।
  • মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম থাকে।
  • বাসা বাড়িসহ যেখানে বিদ্যুৎ ব্যবহার করা হয় সেখানে স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করা হয়।
5/5 - (10 votes)