ট্রান্সক্রিপশন (Transcription) কাকে বলে? ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য কি কি?

DNA অণুতে গ্রথিত রাসায়নিক তথ্যগুলোকে RNA (mRNA) অণুতে কপি করার প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। অর্থাৎ DNA থেকে RNA উৎপাদন প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলা হয়।

ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদান :
১. DNA ছাঁচ (template)।
২. এনজাইম ও প্রোটিন।
৩. মুক্ত রাইবোনিউক্লিওসাইড ট্রাই ফসফেট (ATP, GTP ইত্যাদি)।
৪. বিভিন্ন ধরনের RNA পলিমারেজ এনজাইম।
৫. Mg++, Mn++।

ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য :
১. এটি একটি অসম প্রক্রিয়া।
২. ট্রান্সক্রিপশন একটি উচ্চ নির্বাচনীয় প্রক্রিয়া।
৩. এ প্রক্রিয়ার কোনো প্রাইমারের প্রয়োজন হয় না।
৪. এটি সম্পূর্ণরূপে একটি সংরক্ষণশীল প্রক্রিয়া।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ট্রান্সক্রিপশন কাকে বলে? ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য কি কি?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

4.8/5 - (37 votes)

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.