মেন্ডেলিজম কি? What is Mendelism?
মেন্ডেলিজম হলো বংশগতি সম্পর্কিত তত্ত্ব যা প্রদান করেন অস্ট্রিয়ার ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল মটরশুঁটি নিয়ে গবেষণা করে গবেষণালব্ধ ফলাফল দুটি সূত্র আকারে প্রকাশ করেন। বংশগতি সম্পর্কিত এ সূত্র দুটি মেন্ডেলের তত্ত্ব বা মেন্ডেলিজম নামে পরিচিত।