নিউরাল নেটওয়ার্ক (Neural Network) হলাে এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানব মস্তিষ্ক যে উপায়ে কাজ করে তা নকল করার উদ্যোগ নেয়। ডিজিটাল মডেল (যেখানে ০ এবং ১ এর মাধ্যমে যাবতীয় কাজ করা হয়) ব্যবহারের বদলে একটি নিউরাল নেটওয়ার্ক প্রক্রিয়াকরণ উপাদানগুলাের মধ্যে সংযােগ তৈরির মাধ্যমে কাজ করে যা মানব মস্তিষ্কের নিউরনের মতােই। সংযােগগুলাের সংগঠন এবং ভরটি আউটপুট নিরূপণ করে। নিউরাল নেটওয়ার্ককে মাইক্রোকম্পিউটার এবং অন্যান্য প্রচলিত কম্পিউটার সিস্টেমগুলােতে সফটওয়্যার প্যাকেজসমূহ ব্যবহারের মাধ্যমে বাস্তবায়ন করা যায় যেগুলাে একটি নিউরাল নেটওয়ার্কের কার্যক্রমগুলােকে সিমুলেট করে। এছাড়া বিশেষ কাজের নিউরাল নেট মাইক্রোপ্রসেসর চিপসমূহ সুনির্দিষ্ট ব্যবহারের এলাকাগুলােতে ব্যবহৃত হচ্ছে।
নিউরাল নেট মাইক্রোপ্রসেসর চিপসমূহ ব্যবহারের ক্ষেত্রেসমূহ
- মিলিটারি উইপেন সিস্টেম
- ইমেজ প্রসেসিং
- ভয়েস রিকগনিশন
- সিগনেচার ভেরিফিকেশন
- বিনিয়োগ পূর্বাভাস
- ডেটা মাইনিং
- ম্যানুফেকচারিং কোয়ালিটি কন্ট্রোল