কানাডার রাজধানীর নাম কি
কানাডার রাজধানীর নাম অটোয়া। আয়তনে উত্তর আমেরিকা মহাদেমের বৃহত্তম দেশ কানাডর রাজধানী অটোয়া শহরটি অটোয়া নদীর তীরে অবস্থিত। সাংবিধানিক রাজতন্ত্রের এ দেশটির মুদ্রার নাম ডলার। কানাডা স্বাধীনতা লাভ করে ব্রিটেন থেকে। শহরটি কোন নদীর তীরে অবস্থিত। কানাডা আয়তনে বিশ্বের দ্বিতীয় দেশ।
দেশটির আয়তন ৯৯, ৭৬, ১৪০ বর্গ কিলোমিটার। ১৯৮২ সালের ১৭ এপ্রিল স্বাক্ষরিত কানাডা অ্যাক্টের মাধ্যমে ব্রিটেন কানাডার নিকট সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর করে।
কানাডার রাজধানী ১৮৫৫ সালে বাণিজ্যের জন্য Algonquin শব্দ থেকে অটোয়া নামটি পায়। কানাডা হল উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি রাষ্ট্র।
এটির দশটি প্রদেশ ও তিনটি অঞ্চল ও আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত।