গ্রন্থি কি?
গ্রন্থি হলো একগুচ্ছ কোষ, যারা নানা ধরনের নিঃসরণ করে শারীরবৃত্তীয় কাজ পরিচালনায় সহায়তা করে থাকে। এই কোষগুচ্ছ মূলত রূপান্তরিত কলা। এই সকল কোষের সংখ্যার বিচারে কয়েকটি ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো হলো― এককোষী গ্রন্থি (Unicellular gland): এই জাতীয় গ্রন্থিতে একটি কোষ থাকে। যেমন― মিউকাস গ্রন্থি। বহুকোষী গ্রন্থি (Multicellular gland): এই জাতীয় গ্রন্থিতে একাধিক কোষ নিয়ে গঠিত হয়।