পড়াশোনা

সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডাটা পর্বের হলেও সকল কর্ডাটা পর্বের প্রাণী মেরুদণ্ডী নয় কেন?

0 min read

কর্ডাটা পর্বের প্রাণীদের সারাজীবন অথবা শুধু ভ্রূণাবস্থায় দেহের পৃষ্ঠদেহের মাঝ বরাবর একটি নরম, দণ্ডায়মান, দৃঢ় ও অখণ্ডায়িত নটোকর্ড থাকে। অর্থাৎ শুধু উন্নত কর্ডাটা প্রাণীদের মেরুদণ্ড থাকে, বাকিদের নটোকর্ড থাকে। এজন্য বলা যায়, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডাটা হলেও সকল কর্ডাটা পর্বের প্রাণী মেরুদণ্ডী নয়।

5/5 - (8 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x