পানি পত্ররন্ধ্র কাকে বলে? পত্ররন্ধ্র কিভাবে শ্বসনে সাহায্য করে?
বিশেষ পরিস্থিতিতে উদ্ভিদ দেহ থেকে যে রন্ধ্রের মাধ্যমে পানি নির্গত হয় তাকে পানি পত্ররন্ধ্র বলে। পানিপত্ররন্ধ্র একটি বিশেষ ধরনের পানি নির্গমন অঙ্গ। পানি পত্ররন্ধ্র দিয়ে পানি নির্গমনের সময় লবণের নির্গমন ঘটে। প্রস্বেদন কম হলে পানি নির্গমন বেশি হয়। ঘাস, কচু, টমেটো ইত্যাদি গাছে এ ধরনের পত্ররন্ধ্র দেখা যায়।
পত্ররন্ধ্র কিভাবে শ্বসনে সাহায্য করে?
পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে। আর এই অক্সিজেনের সাহায্যে উদ্ভিদদেহে কোষস্থিত খাদ্যকে জারিত করে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে। ফলে, উদ্ভিদের দেহে শ্বসন সম্পন্ন হয়। এভাবে পত্ররন্ধ্র অক্সিজেন গ্রহণে সহায়তা করে উদ্ভিদের শ্বসনে সাহায্য করে।