দলমণ্ডল কি? দলমণ্ডল এর কাজ কি?
দলমণ্ডল হলো আদর্শ ফুলের দ্বিতীয় স্তবক। দলমণ্ডলের প্রতিটি খণ্ডকে দলাংশ বা পাপড়ি বলে। পাপড়িগুলো অনেক ফুলে যুক্ত থাকে আবার কোন কোন ফুলে আলাদা থাকে। পাপড়িগুলো যুক্ত থাকলে যুক্তদল এবং আলাদা থাকলে বিযুক্ত দল বলে। এরা সাধারণত রঙিন হয়। এবং ফুলের অত্যাবশ্যকীয় অংশগুলোকে রোদ-বৃষ্টি থেকে রক্ষা করে। বিচিত্র রঙের দলমণ্ডলগুলো পোকামাকড় ও পশুপাখি আকর্ষণ করে এবং পরাগায়নে সহায়তা করে।