লিগামেন্ট কাকে বলে? লিগামেন্ট কি দিয়ে গঠিত?
পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ়, স্থিতিস্থাপক বন্ধনী দ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকলে তাকে লিগামেন্ট বলে। পরস্পর সংলগ্ন দুটি অস্থির মধ্যে সংযোগ রক্ষা করে অস্থিবন্ধনী বা লিগামেন্ট। এটি তন্তুময় কলায় গঠিত এবং সংকোচন-প্রসারণশীল, ঘাতসহ, নমনীয় অথচ শক্ত পদার্থ। লিগামেন্ট প্রধানত দুটি অস্থির সন্ধিস্থলে এবং সংলগ্ন দুটি অস্থির মধ্যে সংযোগ রক্ষা করে।