Modal Ad Example
পড়াশোনা

আদর্শ বাচন রীতির জন্য কোন কোন বিষয়গুলির প্রতি সচেতনতা প্রয়োজন

1 min read

আদর্শ বাচন রীতির জন্য কোন কোন বিষয়গুলির প্রতি সচেতনতা প্রয়োজন

নিম্নলিখিত বিষয়গুলির প্রতি সচেতনতা প্রয়োজন –

 

  • বক্তব্য পরিবেশনের সময় বক্তব্যে নিজের বিশ্বাস ও ভাবের যোগ প্রয়োজন।
  • বক্তব্যের বিষয়বস্তু এবং উপলক্ষ্য অনুযায়ী বৈচিত্র্য আনা প্রয়োজন। যার ফলশ্রুতি বক্তব্য হতে আকর্ষণীয়।
  • উচ্চারণ হলে সুন্দর, স্পষ্ট – শব্দের শেষ অক্ষরে চাপ দিয়ে কথা বলা আয়ত্ব করা। চিবিয়ে চিবিয়ে কথা বলার বদ্ অভ্যাস দূর করতে হবে।
  • বক্তব্য পরিবেশনের সময় ভাঙা গতি, সংকোচ, অঙ্গভঙ্গি, নানাপ্রকার মুদ্রাদোষ যাতে প্রকাশনা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
  • পুরুষের বক্তব্যে নারীজনোচিত হবে না আবার মহিলাদের বক্তব্য। পরিষ্কার কণ্ঠস্বরে সাবলীলতার সঙ্গে বক্তব্য পরিবেশন করতে হবে।
  • বক্তব্য বলার ভাষায় প্রাধান্য। বক্তব্যের পুনরাবৃত্তি না হওয়া বাঞ্ছনীয়। অপ্রয়োজনীয় শব্দের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সরল বাক্যে বক্তব্য পরিবেশনাই বিধেয়।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x