মাইটোকন্ড্রিয়ার কাজ কি?
কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রন করা। শ্বসনের জন্য বিভিন্ন এনজাইম ও কো-এনজাইম মাইটোকন্ড্রিয়া থেকে পাওয়া যায়। শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন- ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপাের্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইত্যাদি মাইটোকন্ড্রিয়ার ভেতরে সম্পন্ন হয়। মাইটোকন্ড্রিয়া শক্তির নিয়ন্ত্রিত নির্গমন নিশ্চিত করে। কিছু পরিমাণ DNA ও RNA তৈরীতে অংশগ্রহণ করে। মাইটোকন্ড্রিয়া স্নেহ বিপাকে সহায়তা করে। ADP কে ATP তে পরিণত করার মাধ্যমে উচ্চ শক্তি বন্ধনী সৃষ্টি করে নিজের দেহে সঞ্চয় করে রাখে। এভাবে কোষের যাবতীয় জৈবনিক কাজের শক্তি সরবরাহ করে বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির ঘর বলা হয়।