যে খাদ্য শৃঙ্খলে পরজীবীর উপর আরেক ধরনের পরজীবী খাদ্যের জন্য নির্ভরশীল হয় তাকে পরজীবী খাদ্য শৃঙ্খল বলে।
পরজীবী উদ্ভিদ ও প্রাণী অধিকাংশ ক্ষেত্রে নিজেদের চেয়ে বড় আকারের পোষকদেহ থেকে খাদ্য গ্রহণ করে। কোনো ক্ষেত্রে একটি পরজীবীর উপর আরেক ধরনের ক্ষুদ্রতর পরজীবী তার খাদ্যের জন্য নির্ভরশীল হয়। এ ক্ষেত্রে খাদ্যশৃঙ্খলের প্রথম ধাপে সব সময় সবুজ উদ্ভিদ নাও থাকতে পারে। সেক্ষেত্রে শিকলটি থাকে অসম্পূর্ণ। যেমন, মানুষ → মশা → ডেঙ্গুভাইরাস। এটিই হল পরজীবী খাদ্যশৃঙ্খলের উদাহরণ।