উত্তরঃ সংখ্যা প্রতীক ১০টি যথা:১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০।
গণিত (Mathematics) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। বন্ধনী প্রতীকগুলো কী কী?
উত্তরঃ বন্ধনী প্রতিকগুলো হচ্ছে ( ), { }, [ ]।
প্রশ্ন-২। সম্পর্ক প্রতীক কয়টি ও কী কী?
উত্তরঃ সম্পর্ক প্রতিক ছয়টি ৷ যথাঃ =, ≠, >, <, ≥, ≤।
প্রশ্ন-৩। স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণসংখ্যা কাকে বলে?
উত্তরঃ 1, 2, 3, 4, …….. সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণসংখ্যা বলে।
প্রশ্ন-৪। উপসেট কাকে বলে?
উত্তরঃ কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রতিটি সেটকে সেই সেটের উপসেট বলে। B সেট A সেটের উপসেট হলে B ⊆ A লেখা হয়।
প্রশ্ন-৫। ঋণাত্মক পূর্ণসংখ্যা কাকে বলে?
উত্তরঃ …….., -4, -3, -2, -1 সংখ্যাগুলোকে ঋণাত্মক পূর্ণসংখ্যা বলে। অর্থাৎ (-) চিহ্নযুক্ত পূর্ণসংখ্যাকে ঋণাত্মক পূর্ণসংখ্যা বলে।
প্রশ্ন-৬। ১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
উত্তরঃ ১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১৫টি।
প্রশ্ন-৭। ইরাটোস্থিনিস ছাঁকনি কি?
উত্তরঃ মৌলিক সংখ্যা নির্ণয়ের একটি পদ্ধতি হলো ইরাটোস্থিনিস ছাঁকনি।
প্রশ্ন-৮। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি?
উত্তরঃ সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো ২।