Little, a little এবং few, a few এমন অনেক শব্দ আছে ইংরেজিতে, যার সবগুলোই নেতিবাচক অর্থে । খুব আশাবাদী মানুষরাই a শব্দযোগে a few বা a little কে ইতিবাচক ভাবতে পারেন।
আরো পড়ুন : Translation করার সঠিক নিয়ম!
Little ও Few এর ব্যবহার
সাধারণত যেসব জিনিস গণনা করা যায় না (uncountable nouns) তাদের সঙ্গে (a) little ব্যবহৃত হয় এবং যেসব জিনিস গণনা করা যায় ও যাদের বহুবচন হয় (countable nouns and which have plurals) তাদের সঙ্গে (a) Few ব্যবহৃত হয় (The diterminer (a) little is used with singular (usually uncountable) words and (a) few is used with plural words)
Exmple :
- I have little Interest in politics.
- We have got a little bacon and a few eggs.
- Few politicians are in fact honest.
কোনো সর্বনাম (pronoun) ও নির্দেশক (determiner) এর পূর্বে little ও few ব্যবহৃত হয় (before a pronoun of diterminers (for example the,my,these) of is used after little and few)
Example :
- Few of us can say that we always tell the truth.
- Could I try a little of your wine.
- Only a few of the children in this class like maths.
তবে little ও a little এবং fewও a fewএর মধ্যে পার্থক্য রয়েছে । A ব্যতীত little ও few নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় (there is a difference between little and a little,and few and a few,Without a,little and few have rather negative meanings. They may suggest not as much or many as one would like,not as much of many as expected)
- The state minister for foreign affairs little power.
- Few people can speak a foreign language propeerly.
অপরদিকে a little এবং a few অনেকটা ইতিবাচক অর্থে ব্যবহৃত হয় । কিছু পরিমাণ অর্থে এ দুটি ব্যবহৃত হয় (a few and a little are used more positively. Their meaning is closer to some)
- Would you like a little soup?
- You do not need go to shopping. We have got a few potatoes and a little sugar.
- Give the rose a little water every day.
Degree of comparatives অর্থাৎ adjective ও adverb কে পরিবর্তন করার ক্ষেত্রে (a) little ব্যবহৃত হয় [(a) little can modify comparatives
- How are you? – A little better,thanks .
- The new model is little better faster than the old one.
Little, a little
Little= almost negative, No
A little= সামান্য/কিছু Little, A little দুইটাই Uncountable
Examples:
There has little water in the glass.=গ্লাসে কোন পানি নেই।
I have little doubt about the matter.= বিষয়টি সম্পর্কে আমার কোন সন্দেহ নেই।
There has a little water in the glass=গ্লাসে কিছু পানি আছে।
I have a little doubt about the matter.=বিষয়টি সম্পর্কে আমার সামান্য সন্দেহ আছে।
যেখানে “few” এবং “a few” ব্যবহার হয় গণনীয় জিনিসের ক্ষেত্রে, সেখানে অগণ্য ক্ষেত্রে ঠিক একই ভাবে ব্যবহার হয় “little” এবং “a little”।
“They have little money to spend on luxuries.” অপ্রয়োজনীয় খরচা করার পায়সা তাদের নেই।
“He has a little money saved for the bad times.” তার খারাপ দিনের জন্যে কিছু সঞ্চয় রাখা আছে।
few, a few এর ব্যবহার
Few= almost negative, No
A few= অল্প কিছু Few, A few দুইটাই Countable
I have few friends.= আমার কোন বন্ধু নেই।
He has few questions about the matter.=বিষয়টি সম্পর্কে তার কোন প্রশ্ন নেই।
There are few people in the field.= মাঠে কোন লোক নেই।
I have a few friends.=আমার কিছু বন্ধু আছে।
He has a few questions about the matter.=বিষয়টি সম্পর্কে তার কিছু প্রশ্ন আছে।
There are a few people in the field.=মাঠে কিছু লোক আছে।
“Few” বলতে বোঝানো হয় খুব কম সংখ্যা, প্রায় কিছুই না।
সেখানে “a few” বোঝায় কয়েকটি, খুব বেশি সংখ্যক না।
একটি উদাহরণ দেই:
“Few people will dare to oppose the dictator.” – কেউই স্বৈরাচারীর সম্মুখীন হবার সাহস পায়/পাবে না।
“A few people dared to oppose the dictator.” কিছু জন স্বৈরাচারীর বিরোধিতা করেছিল।
আরেকটা জিনিস হয়: “the few”(এবং “the little”)
“The few friends he has are very loyal to him.” তার যে সামান্য কয়েকজন বন্ধু আছে তারা প্রত্যেকেই খুব বিশ্বস্ত।