Modal Ad Example
পড়াশোনা

স্বপ্নদোষ ও মাসিক/ঋতুস্রাব কাকে বলে?

1 min read

স্বপ্নদোষঃ বয়ঃসন্ধিকালীন সময়ে ছেলেদের উল্লেখযােগ্য পরিবর্তন হলাে স্বপ্নদোষ হওয়া। বয়ঃসন্ধিকালে ছেলেদের স্বপ্নদোষ হওয়া খুবই স্বাভাবিক এবং এটি কোনাে রােগ নয়। একটি ছেলে যখন ১২-১৩ বছর বয়সে পৌছায় তখন তার বীর্যথলিতে বীর্য তৈরী শুরু হয় এবং ঘুমের মধ্যে উত্তেজক স্বপ্ন দেখার মাধ্যমে এই বীর্য বেরিয়ে আসে, একেই স্বপ্নদোষ বলা হয়।

মাসিক/ঋতুস্রাবঃ বয়ঃসন্ধিকালীন মেয়েদের উল্লেখযােগ্য শারীরিক পরিবর্তন হলাে মাসিক হওয়া। প্রতি মাসে মেয়েদের জরায়ু থেকে যােনিপথ দিয়ে যে রক্ত বের হয়, তাকেই মাসিক বলে। এটি শরীরের অত্যন্ত স্বাভাবিক ও নিয়মিত একটি প্রক্রিয়া, কোন শরীর খারাপ বা অসুস্থতা নয়।

2.9/5 - (8 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x