পড়াশোনা

ট্রাইজেমিনালকে মিশ্র স্নায়ু বলা হয় কেন?

1 min read

যখন কোন স্নায়ু এক সাথে সংবেদী ও চেষ্টীয় উভয় স্নায়ুর কার্যাবলি সাধন করে তখন তাকে মিশ্র স্নায়ু বলে।

ট্রাইজেমিনাল স্নায়ুকে মিশ্র স্নায়ু বলা হয় কারণ, মেডুলা অবলংগাটার অগ্র-পার্শ্বদেশ থেকে সৃষ্ট এ স্নায়ু তিনটি শাখায় বিভক্ত। যথা : অপথ্যালমিক, ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার। এদের মধ্যে অপথ্যালমিক ও ম্যাক্সিলারি সংবেদী প্রকৃতির এবং ম্যান্ডিবুলার একই সাথে সংজ্ঞাবাহী ও চেষ্টীয় স্নায়ু হিসেবে কাজ করে। তাই ট্রাইজেমিনালকে মিশ্র স্নায়ু বলে।

4/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x