নিউক্লিওপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য কি?
নিউক্লিয়াসে নিউক্লিওপৰ্দা দ্বারা বেষ্টিত অর্ধতরল জেলির মতো পদার্থকে নিউক্লিওপ্লাজম বলে। এটা সাইটোপ্লাজম অপেক্ষা অধিক ঘন। এখানে DNA ও RNA ব্যাপক হারে থাকলেও এটা মূলত প্রোটিন দিয়ে তৈরি। এছাড়া এখানে বিভিন্ন এনজাইম ও খনিজ লবণ থাকে।
অপরদিকে, প্রোটোপ্লাজমের নিউক্লিয়াস ব্যতীত অবশিষ্ট অংশকে সাইটোপ্লাজম বলে। এটা ৩৬ টি বিভিন্ন প্রকার জৈব-অজৈব বস্তু, প্রচুর পানি, বিভিন্ন প্রকার এনজাইম ও অ্যাসিড দিয়ে গঠিত। এখানে কোনো DNA, RNA থাকে না।