পড়াশোনা
1 min read

ট্যাগমাটাইজেশন কী? প্লাটিপাসকে সংযোগকারী প্রাণী বলা হয় কেন?

Arthropoda পর্বভুক্ত প্রাণীর দেহ বাহ্যিকভাবে খণ্ডকায়িত। কিন্তু এর অধিকাংশ খণ্ডকগুলো স্পষ্ট নয়। অস্পষ্ট খণ্ডকগুলো দেহের বিভিন্ন জায়গায় মিলিত হয়ে দেহে কয়েকটি নির্দিষ্ট অঞ্চল গঠন করে। এই গঠনকৃত প্রত্যেকটি অঞলকে ট্যাগমা বলে এবং ট্যাগমা সৃষ্টির মাধ্যমে দেহের অঞ্চলীকরণই হলো ট্যাগমাটাইজেশন।

প্লাটিপাসকে সংযোগকারী প্রাণী বলা হয় কেন?
প্লাটিপাসে স্তনগ্রন্থি, চুল, ডায়াফ্রাম, একক অ্যাওর্টিক আর্চ ইত্যাদি বিদ্যমান থাকায় এটি Mammalia শ্রেণির অন্তর্গত। অপরদিকে এদের পেক্টরাল গার্ডলে বড় কোরাকয়েড থাকায় এবং কুসুম-খোলসযুক্ত ডিম পাড়ায় এদেরকে Reptilia শ্রেণিতেও রাখা যায়। একই সাথে Mammalia এবং Reptilia শ্রেণির বৈশিষ্ট্য ধারণ করায় প্লাটিপাসকে সংযোগকারী প্রাণী বলা হয়।

Rate this post