সুপার পজিশন প্রতিবিম্ব কী? হেটারোসার্কাল বলতে কী বোঝ?
মৃদু বা ঝাপসা আলোতে পুঞ্জাক্ষি বিশিষ্ট প্রাণীদের পুঞ্জাক্ষিতে যে বিশেষ ধরণের প্রতিবিম্ব গঠিত হয় তাই সুপার পজিশন প্রতিবিম্ব। ঝাপসা আলোতে ক্রিস্টালাইন কোন ও র্যাবডোম অনাবৃত থাকায় লক্ষ্যবস্তু থেকে উল্লম্ব ও তীর্যক উভয় প্রকার আলো র্যাবডোমে ঝাপসা এ বিম্ব গঠন করে।
হেটারোসার্কাল বলতে কী বোঝ?
কিছু কিছু মাছের পুচ্ছপাখনা বা লেজ একটি খাঁজ দ্বারা দুটি অসমান অংশে বিভক্ত হলে একে হেটারোসার্কাল বলে। যেসব মাছের লেজ হেটারোসার্কাল ধরনের তাদেরকে হেটারোসার্কাল মাছ বলে। সাধারণত তরুণাস্থিবিশিষ্ট মাছের লেজ হেটারোসার্কাল ধরনের হয়। যেমন- হাঙ্গরের লেজ হেটারোসার্কাল।