ভ্রূণস্তর কী? Arthropoda ও Annelida পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ।

ভ্রূণের যেসব কোষস্তর থেকে ভবিষ্যতের (পরিণত প্রাণীর) বিভিন্ন টিস্যু ও অঙ্গ পরিস্ফুটিত হয় সেগুলোই হলো ভ্ৰূণস্তর।

Arthropoda ও Annelida পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ।

Arthropoda পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য:
i. এসব প্রাণীর দেহ খণ্ডয়িত, বিভিন্ন অংশ যেমন: মস্তক, বক্ষ ও উদরে বিভক্ত।
ii. দেহ কাইটিন নির্মিত কিউটিকল দ্বারা আবৃত।
iii. দেহে তিন বা ততোধিক জোড়া সন্ধিযুক্ত পা, মাথায় এক জোড়া এন্টেনা ও এক জোড়া পুঞ্জাক্ষি থাকে।

Annelida পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য:
i. এসব প্রাণীর দেহ নলাকার, আংটির ন্যায় অসংখ্য একই রকম প্রকৃত খণ্ডক নিয়ে গঠিত।
ii. সিটা বা প্যারাপোডিয়া দ্বারা চলন সম্পন্ন হয়।
iii. এদের দেহে প্রকৃত সিলোম বিদ্যমান এবং পৌষ্টিকনালি সম্পূর্ণরূপে উপস্থিত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *