গ্রিন হাউজ কি? What is Greenhouse in Bangla?
গ্রিন হাউজ হচ্ছে কাঁচের তৈরি একটি ঘর। যার ভিতর গাছপালা লাগানো হয়। শীতপ্রধান দেশে এ ধরনের কাঁচের ঘর তৈরি করে তার ভিতর গাছপালা লাগানো হয়। কারণ শীত প্রধান দেশে অত্যাধিক শীত থাকায় স্বাভাবিক পরিবেশে গাছপালা বা ফসল জন্মাতে পারে না। এজন্য এসব দেশে ফসল উৎপাদনের জন্য কাঁচের তৈরি ঘর ব্যবহার করা হয়, যা গ্রিন হাউজ নামে পরিচিত।