সৌর বর্ণালি কাকে বলে?

সূর্যরশ্মি বিচ্ছুরণের ফলে সৃষ্ট বর্ণালিকে সৌর বর্ণালি বলে। একে দৃশ্যমান বর্ণালিও বলে। সৌর বর্ণালিতে সাতটি রং থাকে। যথা : বেগুনি (Violet); নীল (Indigo); আসমানি (Blue); সবুজ (Green); হলুদ (Yellow); কমলা (Orange); লাল (Red)।

লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য বেশি এবং বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য কম। ক্রমানুসারে সাজালে নিম্নরূপ :
লাল > কমলা > হলুদ > সবুজ > আসমানি > নীল > বেগুনি

উৎস অনুসারে বর্ণালিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা :
১. নিঃসরণ বর্ণালি ও
২. শোষণ বর্ণালি।

১. নিঃসরণ বর্ণালি : অতি উত্তপ্ত কোনো বস্তু থেকে নিঃসৃত আলোক রশ্মি বিশ্লেষণ করে যে বর্ণালি পাওয়া যায় তাকে নিঃসরণ বর্ণালি বলে। নিঃসরণ বর্ণালি আবার তিন প্রকার। যথা :
ক. অবিচ্ছিন্ন বর্ণালি (Continuous spectera)
খ. রেখা বর্ণালি (Line spectra)
গ. পট্টি বা পাড় বর্ণালি (Band spectra)

২. শোষণ বর্ণালি : সাদা আলোর গতিপথে কোনো স্বচ্ছ রঙিন বস্তু রাখলে, বস্তুটি নিজের রঙ ব্যতিত কতগুলো রশ্মি শোষণ করে। এক্ষেত্রে প্রাপ্ত বর্ণালিতে দেখা যায়, শোষণকৃত রঙগুলো বর্ণালিতে অনুপস্থিত। এ ধরনের বর্ণালিকে শোষণ বর্ণালি বলা হয়। শোষণ বর্ণালিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা :
ক. কালো রেখা বর্ণালি (Dark line spectra) ও
খ. কালো পট্টি বর্ণালি (Dark Band spectra)।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *