পড়াশোনা
0 min read

বাবা কোন ভাষার শব্দ? পরীক্ষায় আসতে পারে এমন কয়েকটি তুর্কি শব্দ

বাবা তুর্কি ভাষার শব্দ। এটি একটি বিদেশী শব্দ। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাষ্ট্রীয় যোগাযোগের ফলে বহু আরবি, ফারসি, ইংরেজি, তুর্কি, জাপানি, রুশ ইত্যাদি ভাষা থেকে আগত অনেক শব্দ বাংলা ভাষায় ঢুকে পড়েছে। এসব শব্দকে বিদেশি শব্দ বলা হয়।

অর্থাৎ, রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে এসব শব্দকে বিদেশি শব্দ বলা হয়।

পরীক্ষায় আসতে পারে এমন কয়েকটি তুর্কি শব্দ

তুর্কি শব্দঃ বাবা, চাকর, চাকু,তোপ,দারোগা,কাঁচি, কুলি, কোর্মা,খাঁ,তকমা,চকমকি,বাবুর্চি, বারুদ,বেগম, বোঁচকা, মুচলেকা, বন্দুক, আলখাল্লা, লাশ, বিবি, কাবু, খানম, দরগা ইত্যাদি।

Rate this post