রংধনু কাকে বলে?

বৃষ্টির সময় পানিকণার ওপর সূর্যের আলোকরশ্মি পতিত হলে তা বিচ্ছুরিত হয়ে সূর্যের বিপরীত দিকের আকাশে ধনুকের আকারে যে সাত রঙের বর্ণালির সৃষ্টি করে তাকে রংধনু বলে। এখানে, পানির কণাগুলো প্রিজমের ন্যায় কাজ করে এবং সাত রং এর বর্ণালি সৃষ্টি করে।

পদার্থবিজ্ঞান (Physics) বিষয়ের প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. রান্নার পাত্র হিসেবে নতুন চকচকে পাত্রের চেয়ে পুরনো কালিমাখা পাত্র বেশি উপযোগী কেন?
উত্তর : কালিমাখা পাত্র বেশির ভাগ তাপ শোষণ করে দ্রুত উত্তপ্ত হয়। কিন্তু নতুন চকচকে পাত্র বেশি তাপ শোষণ করতে পারে না, বেশির ভাগ তাপ চকচকে তল থেকে প্রতিফলিত হয়ে যায়। কালিমাখা পাত্রের শোষণ ক্ষমতা বেশি বলে রান্নার কাজে এটি বেশি উপযোগী।

প্রশ্ন-২. মৌলিক একক কী?
উত্তর :
 যে একক স্বাধীন অর্থাৎ অন্য কোনো এককের উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক একক বলে।

প্রশ্ন-৩. CT Scan এর পূর্ণরূপ কি?
উত্তর :
 CT Scan এর পূর্ণরূপ হলো Computed Tomography Scan।

প্রশ্ন-৪. চৌম্বক ফ্লাক্সের এস আই একক কি?
উত্তর :
 চৌম্বক ফ্লাক্সের এস আই একক টেসলা-মিটার2 (T.m2)। একে ওয়েবার বলা হয়।

প্রশ্ন-৫. গামা রশ্মির প্রভাবে মানুষের কী কী ক্ষতি হতে পারে?
উত্তর : গামা রশ্মির প্রভাবে মানুষের নিম্নলিখিত ক্ষতি হতে পারে–

  • দেহকোষ নষ্ট হতে পারে।
  • চুল পড়ে যায়।
  • ক্যান্সার ও টিউমার হতে পারে।
  • অতিমাত্রায় দেহে পড়লে মৃত্যু হতে পারে।

 

প্রশ্ন-৬. F.P.S পদ্ধতিতে কাজের একক কোনটি?
উত্তর :
 ft Poundal

প্রশ্ন-৭. পর্যায়কাল কাকে বলে?
উত্তর : 
একটি পূর্ণদোলন সম্পন্ন করতে কোনো কম্পমান বস্তুর যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। একে T দ্বারা সূচিত করা হয়।

প্রশ্ন-৮. কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্কের একক কি?
উত্তর :
 কোনো একটি কম্পমান বস্তু প্রতি সেকেন্ড যে কয়টি পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। কম্পাঙ্কের একক হার্জ (Hz)।

প্রশ্ন-৯. সৌরচুল্লি কীভাবে তৈরি হয়?
উত্তর :
 সূর্য কিরণকে ধাতব প্রতিফলকের সাহায্যে প্রতিফলিত করে তৈরি হয় সৌরচুল্লি। এ চুল্লিতে রান্না করা যায়।

প্রশ্ন-১০. ক্যান্ডেলা কী?
উত্তর :
 ক্যান্ডেলা হলো আলোক ঔজ্জ্বল্যের একক।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “রংধনু কাকে বলে?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts