যে পদ্ধতিতে জাইগোট মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য ভ্রূণকোষ তৈরি করে তাকে ক্লিভেজ বলে।
জীববিজ্ঞান (Biology) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। কাইল কি?
উত্তরঃ ক্ষুদ্রান্ত্রে প্রায় পাচিত অর্ধ তরল খাদ্যকে কাইল বলে। এটি ক্ষারীয় মাধ্যমে হয়ে থাকে।
প্রশ্ন-২। টিকা বা ভ্যাকসিন কাকে বলে?
উত্তরঃ যখন কোনো অণুজীব বা অণুজীবঘটিত পদার্থ শরীরে ঢুকিয়ে অনাক্রম্যতা জাগিয়ে তোলা হয় তখন তাকে টিকা বা ভ্যাকসিন বলে।
প্রশ্ন-৩। নিষ্ক্রিয় বা পরোক্ষ প্রতিরক্ষা কাকে বলে?
উত্তরঃ কোনো অ্যান্টিজেনের সাড়ায় নিজ দেহে তৈরির পরিবর্তে বাইরের কোনো উৎস হতে তৈরিকৃত অ্যান্টিবডি দেহের মধ্যে প্রবেশ করলে যে প্রতিরক্ষা সৃষ্টি হয় তাকে নিষ্ক্রিয় বা পরোক্ষ প্রতিরক্ষা বলে। এভাবে সৃষ্ট প্রতিরক্ষা ক্ষণস্থায়ী হয়।
প্রশ্ন-৪। প্রত্যক্ষ বা সক্রিয় প্রতিরক্ষা কাকে বলে?
উত্তরঃ কোনো অ্যান্টিজেন দেহে প্রবেশের পর দেহ অ্যান্টিবডি তৈরি করে অথবা ঘাতক কোষের মাধ্যমে অ্যান্টিজেনকে সরাসরি ধ্বংস করে যে প্রতিরক্ষা সৃষ্টি করে তাকে সক্রিয় বা প্রত্যক্ষ প্রতিরক্ষা বলে। এটি একটি দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এ ধরনের প্রতিরক্ষা ধীরে ধীরে অর্জিত হয়।
প্রশ্ন-৫। ইমিউনোলজি (Immunology) কাকে বলে?
উত্তরঃ জীববিজ্ঞানের যে শাখায় মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে ইমিউনোলজি (Immunology) বলে।
প্রশ্ন-৬। অর্গানোজেনেসিস কি?
উত্তরঃ গ্যাস্ট্রুলেশনে সৃষ্ট বিভিন্ন ভ্রূণ স্তর থেকে বিভিন্ন অঙ্গ বা তন্ত্র সৃষ্টির প্রক্রিয়াকে অর্গানোজেনেসিস বলে।
প্রশ্ন-৭। অ্যাক্সিমিক্সিস কি?
উত্তরঃ শুক্রাণু ও ডিম্বাণুর প্রো-নিউক্লিয়াসের মিলনকে অ্যাক্সিমিক্সিস বলে।
প্রশ্ন-৮। গ্যাস্ট্রুলেশন কাকে বলে?
উত্তরঃ গ্যাস্ট্রুলেশন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় ব্লাস্টুলা দশা থেকে গ্যাস্ট্রুলা গঠিত হয় তাকে গ্যাস্ট্রুলেশন বলে।
প্রশ্ন-৯। ব্লাস্টোমিয়ার কী?
উত্তরঃ ক্লিভেজে সৃষ্ট ভ্রূণের প্রতিটি কোষকে ব্লাস্টোমিয়ার বলে।
প্রশ্ন-১০। মরুলা কী?
উত্তরঃ ক্লিভেজ পদ্ধতিতে জাইগোট ক্রমাগত গোলকে পরিণত হয়। একে মরুলা বলা হয়।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ক্লিভেজ কাকে বলে?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।