ওরিয়েন্টাল অঞ্চল বলতে কী বোঝায়?
দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোচীন, নেপাল, ভুটান ইত্যাদি অঞ্চল নিয়ে গঠিত অঞ্চলই ওরিয়েন্টাল অঞ্চল নামে পরিচিত। এই অঞ্চলের প্রাণিগুলোর মধ্যে রয়েছে হাতি, বাঘ, গীবন, ভালুক, কোকিল, ব্লু বার্ড, ময়ূর, রুই, কাতলা ইত্যাদি।
ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক প্রাণী
- মিঠাপানির মাছ – সবুজ রুই (Labeo fisheri), মেনি (Nandus nandus)।
- উভচর – লাফানো ব্যাঙ (Hylarana tytleri), ঝি ঝি ব্যাঙ (Zakerana asmati)
- সরীসৃপ – বোস্তামী কাছিম (Nilssonia nigricans), ঘড়িয়াল (Gavialis gangeticus)
- পাখি – বর্মী ময়ূর (Pavo muticus), ধূসর-ধনেশ (Oxyceros leirestris)
- স্তন্যপায়ী – সিংহলেজী বানির (Macaca silenus), বন গরু (Bos gaurus)