প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে?
যে কোষ বিভাজনের প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি দুটি অংশে ভাগ হয় তাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। অ্যামাইটোসিস প্রক্রিয়াটি হলো প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস উভয়ই দ্বি-বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদিতে এই রকম কোষ বিভাজন দেখা যায়।
এ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তরঃ–
১। ছত্রাকের কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন?
উত্তর : ছত্রাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে প্রত্যক্ষ বিভাজন বলে। অ্যামাইটোসিস বিভাজনের ক্ষেত্রে ঠিক এ ঘটনাটিই ঘটে। বিভাজনের শুরুতে নিউক্লিয়াস মাঝ বরাবর সংকুচিত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। এর সাথে সাথে সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। এজন্যই ছত্রাকে সংঘটিত বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে।