সক্রিয় যোজনী ও সুপ্ত যোজনীর মধ্যে পার্থক্য কি?
সক্রিয় যোজনী ও সুপ্ত যোজনীর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
- কোন যৌগ গঠন করার সময় মৌলসমূহের ব্যবহৃত যোজনীকে সক্রিয় যোজনী বলে। অপরদিকে, মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর বিয়োগফলকে উক্ত যৌগে মৌলটির সুপ্ত যোজনী বলে।
- সক্রিয় যোজনী শূন্য হতে পারে না। কিন্তু, সুপ্ত যোজনী শূন্য হতে পারে।
রসায়ন (Chemistry) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। ক্যাটায়ন কাকে বলে?
উত্তরঃ ধনাত্মক চার্জযুক্ত পরমাণু বা যৌগমূলককে ক্যাটায়ন বলে।
প্রশ্ন-২। কাগজের মূল উপাদান কি?
প্রশ্ন-৩। পরিবর্তনশীল যোজনী কী?
উত্তরঃ কোন মৌল যখন ভিন্ন ভিন্ন যৌগে ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শন করে তখন তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে।
প্রশ্ন-৪। নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে?
উত্তরঃ যে বিশেষ ধরনের বিক্রিয়ায় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস তৈরি করে অথবা অসংখ্য ছোট ছোট নিউক্লিয়াস একসাথে যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস উৎপন্ন করে এবং বিক্রিয়ার সময় প্রচুর শক্তি উৎপন্ন হয় তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে।
প্রশ্ন-৫। হেসের তাপ সমষ্টিকরণ সূত্র কী?
উত্তরঃ যদি প্রারম্ভিক ও শেষ অবস্থা স্থির বা একই থাকে, তবে যেকোনো রাসায়নিক বিক্রিয়া এক বা একাধিক ধাপে সংঘটিত করা হোক না কেন প্রতি ক্ষেত্রে বিক্রিয়া তাপ সমান থাকবে।
প্রশ্ন-৬। কার্বন ডাই-অক্সাইড (CO2)-এর আণবিক ভর কত?
উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড (CO2)-এর আণবিক ভর 44g।
প্রশ্ন-৭। পলিমারকে গঠনগত দিক থেকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ মনোমারের প্রকৃতির উপর ভিত্তি করে গঠনগত দিক থেকে পলিমারকে দুইভাগে ভাগ করা যায়- i. Homopolymer ও ii. Co-polymer
- Homopolymer : পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী মনোমারগুলো যদি একই রকম হয় তবে তাদেরকে Homopolymer বলে। যেমন: (–N–N–N–N–)n এখানে শুধু মনোমার N দ্বারা পলিমার গঠিত হয়েছে।
- Co-polymer : বিভিন্ন রকমের মনোমার মিলিত হয়ে যখন পলিমার গঠন করে তাদেরকে Co-polymer বলে। যেমন: (–N–M–N–M–)n এখানে N ও M এই দুই ধরনের মনোমার দ্বারা পলিমার গঠিত হয়েছে।
প্রশ্ন-৮। সক্রিয়তা সিরিজ কাকে বলে?
উত্তরঃ অধিক সক্রিয় ধাতুকে উপরে এবং তা অপেক্ষা কম সক্রিয় ধাতুকে নিচে বসিয়ে একটি সিরিজ পাওয়া যায়। এ সিরিজকে ধাতুসমূহের সক্রিয়তা সিরিজ বলে।