কার্বনিক এসিড কি? কার্বনিক এসিড এর সংকেত কি?

উত্তরঃ কার্বনিক এসিড (Carbonic acid) হলো একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত হলো H2CO3। সাপ তাড়াতে, কোমল পানীয় তৈরিতে ও শিল্পক্ষেত্রে কার্বনিক এসিড ব্যবহার করা হয়।

রসায়ন (Chemistry) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। সক্রিয় ক্লোরিন কাকে বলে?
উত্তরঃ ক্লোরিন ফ্রি-র‍্যাডিক্যাল (Cl) কে সক্রিয় ক্লোরিন বলে।

প্রশ্ন-২। আয়ন কাকে বলে?
উত্তরঃ ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে।

প্রশ্ন-৩। পিতল কাকে বলে?
উত্তরঃ কপার ও জিংকের সমন্বয়ে গঠিত সংকর ধাতুকে পিতল বলে।

প্রশ্ন-৪। গ্যাস আয়তন সূত্র কে এবং কত সালে আবিষ্কার করেন?
উত্তরঃ গ্যাস আয়তন সূত্রটি গে-লুসাক 1808 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন।

প্রশ্ন-৫। সংকট আয়তন বা সন্ধি আয়তন কাকে বলে?
উত্তরঃ সংকট তাপমাত্রা ও সংকট চাপে 1 মোল পরিমাণ কোন গ্যাস যে আয়তন দখল করে তাকে সংকট আয়তন বা সন্ধি আয়তন বলে। একে Vc দ্বারা প্রকাশ করা হয়।

প্রশ্ন-৬। সন্ধি চাপ বা সংকট চাপ কাকে বলে?
উত্তরঃ কোন গ্যাসকে তার সন্ধি তাপমাত্রায় রেখে ন্যূনতম যে চাপ প্রয়োগ করে তাকে তরলে পরিণত করা যায় ঐ চাপকে সন্ধি চাপ বা সংকট চাপ বলে। একে Tc দ্বারা নির্দেশ করা হয়।

প্রশ্ন-৭। ব্রাইন কাকে বলে?
উত্তরঃ NaCl এর গাঢ় জলীয় দ্রবণকে ব্রাইন বলে।

প্রশ্ন-৮। গ্যাসোলিন কাকে বলে?
উত্তরঃ পেট্রোলিয়াম তেলকে আংশিক পাতন করলে 35°C থেকে 175°C তাপমাত্রায় যে তরল মিশ্রণ পাওয়া যায় তাকে গ্যাসোলিন বলে। গ্যাসোলিনে n-হেক্সেন, n-হেপ্টেন, n-অক্টেন প্রভৃতি সরল শিকল অ্যালকেন থাকে। এসব অ্যালকেন থেকে রিফর্মিংয়ের মাধ্যমে বেনজিন, টলুইন প্রভৃতি অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করা যায়।

প্রশ্ন-৯। আইসোবার কাকে বলে?
উত্তরঃ একাধিক মৌলের পরমাণুর মধ্যে যদি ভর সংখ্যা সমান হয় তবে তাদেরকে পরস্পরের আইসোবার বলে। আইসোবার অবশ্যই বিভিন্ন মৌলের পরমাণু। তাই পর্যায় সারণিতে এদের অবস্থান ভিন্ন ভিন্ন স্থানে।

প্রশ্ন-১০। কলয়েড দ্রবণ কাকে বলে?
উত্তরঃ কোন বস্তুর অতিক্ষুদ্র কণিকাসমূহ যখন কোন তরল পদার্থে মিশ্রিত অবস্থায় থাকে, তখন ঐ মিশ্রণকে কলয়েড দ্রবণ বলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *