টিস্যুকালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ আলাদা করে নিয়ে ব্যবহার করা হয় তাকে এক্সপ্লান্ট (Explant) বলে।
জীববিজ্ঞান (Biology) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. প্রজনন কাকে বলে?
উত্তর : যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে।
প্রশ্ন-২। মধ্যশিরা কাকে বলে?
উত্তর : বৃন্তশীর্ষ হতে যে মোটা শিরাটি ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে তাকে মধ্যশিরা বলে।
প্রশ্ন-৩. এইচআইভি কী রোগ সৃষ্টি করে?
উত্তর : HIV ভাইরাস এইডস (AIDS) নামক এক ভয়ংকর রোগ সৃষ্টি করে, যার শেষ পরিণতি মৃত্যু।
প্রশ্ন-৪। পাখিকে দ্বিতীয় স্তরের খাদক বলা হয় কেন?
উত্তর : যারা প্রথম স্তরের খাদকদেরকে খেয়ে বেঁচে থাকে তারাই দ্বিতীয় স্তরের খাদক। এক্ষেত্রে পাখি প্রথম স্তরের খাদক কীটপতঙ্গকে খেয়ে বেঁচে থাকে। একারণে পাখিকে দ্বিতীয় স্তরের খাদক বলা হয়।
প্রশ্ন-৫. প্রাণিজগতের সর্ববৃহৎ পর্বের নাম কী, কেন সর্ববৃহৎ বলা হয়?
উত্তর : প্রাণীজগতের বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা কারণ প্রাণিজগতের প্রায় ১০ লক্ষ প্রজাতি শুধু এ পর্বের প্রাণি।
প্রশ্ন-৬। স্বভোজী কাকে বলে?
উত্তরঃ যে সকল উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, খাদ্যের জন্য অন্য কোন উদ্ভিদ বা প্রাণির উপর নির্ভর করে না তাদের স্বভোজী বলে। উৎপাদক উদ্ভিদগুলোকে স্বভোজী বলে।
প্রশ্ন-৭. ইনসুলিন কি?
উত্তর : ইনসুলিন হলো মানবদেহের অগ্নাশয়ে অবস্থিত আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক অন্তঃক্ষরা গ্রন্থিনিঃসৃত একপ্রকার হরমোন যা মানবদেহের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন-৮। পরভোজী কাকে বলে?
উত্তরঃ যেসব জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্য জীবদেহের ওপর নির্ভর করে তাকে পরভোজী বলে।
প্রশ্ন-৯. মেরুদন্ডী প্রাণীর ভ্রুণে থাকে না কোনটি?
উত্তর : মেরুদন্ডী প্রাণীর ভ্রুণে ফুসফুস থাকে না।
প্রশ্ন-১০. বিয়োজক বলতে কি বুঝায়?
উত্তর : পরভোজী বা মৃতজীবী যে সকল অণুজীব জীবের মৃতদেহ থেকে বিশোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে এবং মৃতদেহকে বিয়োজিত করে সরল জৈব যৌগে পরিণত করে তাদের বিয়োজক বলে। ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি হলো বিয়োজক।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “এক্সপ্লান্ট কাকে বলে? What is Explant?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।