ডায়াপোজ কাকে বলে?
নিষিক্ত হবার পর ডিমের মধ্যে তাদের পরিস্ফূরণ চলতে থাকে। প্রথম অবস্থায় প্রায় তিন সপ্তাহ পরিস্ফূরণ চলে। অতঃপর প্রতিকূল আবহাওয়ার (শীতকালে) কারণে পরিস্ফূরণ বন্ধ থাকে। এ অবস্থাকে ডায়াপোজ বলে।
জীববিজ্ঞান (Biology) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. GMO কী?
উত্তর : Genetically Modified Organism কে সংক্ষেপে GMO বলা হয়।
প্রশ্ন-২. পুষ্পপুট কী?
উত্তর : একটি ফুলের বৃতি ও দলকে যখন আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না তখন এদেরকে একত্রে বলা হয় পুষ্পপুট।
প্রশ্ন-৩. মরণ সংকোচন কাকে বলে?
উত্তরঃ মৃত্যুর পর পেশি যখন সংকোচনশীলতা ধর্ম হারিয়ে অনড় হয় তখন তাকে রাইগার মরটিস বা মরণ সংকোচন বলে।
প্রশ্ন-৪. ইকলিপস কাল কী?
উত্তরঃ পোষক ব্যাকটেরিয়াকে আক্রমণের পর থেকে যে সময় পর্যন্ত পূর্ণাঙ্গ অপত্য ভাইরাস সৃষ্টি না হয় সেই সময়কালই হলো ইকলিপস কাল।
প্রশ্ন-৫. জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জৈব প্রযুক্তির অপর নাম কী?
উত্তর : জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জৈব প্রযুক্তির অপর নাম হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি।
প্রশ্ন-৬. জীববিজ্ঞানের জনক কে?
উত্তর : গ্রিক দার্শনিক অ্যারিস্টটল হলেন জীববিজ্ঞানের জনক।
প্রশ্ন-৭. ভৌত জীববিজ্ঞান শাখার আলোচ্য বিষয় কী?
উত্তর : জীববিজ্ঞানের তত্ত্বীয় বিষয়গুলোই হলো ভৌত জীববিজ্ঞান শাখার আলোচ্য বিষয়।
প্রশ্ন-৮. জৈব উপাদান কি?
উত্তর : সকল জীবের মৃত ও গলিত দেহাবশেষ হলো জৈব উপাদান।
প্রশ্ন-৯. খাদ্য বলতে কি বুঝায়?
উত্তর : খাদ্য বলতে সেই সমস্ত জৈব উপাদাকে বুঝায় যেগুলো জীবের দেহ গঠন, ক্ষয়পূরণ এবং শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়।
প্রশ্ন-১০. ব্যাকটেরিয়াকে আদিকোষ বলা হয় কেন?
উত্তর : যে সকল কোষ সুগঠিত নয় এবং ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে ঐসকল কোষকে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বলে। ব্যাকটেরিয়ার কোষে এসব বৈশিষ্ট বিদ্যমান। তাই ব্যাকটেরিয়ার কোষকে আদি কোষ বলা হয়।