পড়াশোনা

ডায়াপোজ কাকে বলে?

1 min read

নিষিক্ত হবার পর ডিমের মধ্যে তাদের পরিস্ফূরণ চলতে থাকে। প্রথম অবস্থায় প্রায় তিন সপ্তাহ পরিস্ফূরণ চলে। অতঃপর প্রতিকূল আবহাওয়ার (শীতকালে) কারণে পরিস্ফূরণ বন্ধ থাকে। এ অবস্থাকে ডায়াপোজ বলে।

জীববিজ্ঞান (Biology) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. GMO কী?
উত্তর : Genetically Modified Organism কে সংক্ষেপে GMO বলা হয়।

প্রশ্ন-২. পুষ্পপুট কী?

উত্তর : একটি ফুলের বৃতি ও দলকে যখন আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না তখন এদেরকে একত্রে বলা হয় পুষ্পপুট।

প্রশ্ন-৩. মরণ সংকোচন কাকে বলে?

উত্তরঃ মৃত্যুর পর পেশি যখন সংকোচনশীলতা ধর্ম হারিয়ে অনড় হয় তখন তাকে রাইগার মরটিস বা মরণ সংকোচন বলে।

প্রশ্ন-৪. ইকলিপস কাল কী?

উত্তরঃ পোষক ব্যাকটেরিয়াকে আক্রমণের পর থেকে যে সময় পর্যন্ত পূর্ণাঙ্গ অপত্য ভাইরাস সৃষ্টি না হয় সেই সময়কালই হলো ইকলিপস কাল।

প্রশ্ন-৫. জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জৈব প্রযুক্তির অপর নাম কী?

উত্তর : জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জৈব প্রযুক্তির অপর নাম হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি।

প্রশ্ন-৬. জীববিজ্ঞানের জনক কে?

উত্তর : গ্রিক দার্শনিক অ্যারিস্টটল হলেন জীববিজ্ঞানের জনক।

প্রশ্ন-৭. ভৌত জীববিজ্ঞান শাখার আলোচ্য বিষয় কী?
উত্তর : জীববিজ্ঞানের তত্ত্বীয় বিষয়গুলোই হলো ভৌত জীববিজ্ঞান শাখার আলোচ্য বিষয়।

প্রশ্ন-৮. জৈব উপাদান কি?
উত্তর : সকল জীবের মৃত ও গলিত দেহাবশেষ হলো জৈব উপাদান।

প্রশ্ন-৯. খাদ্য বলতে কি বুঝায়?
উত্তর : খাদ্য বলতে সেই সমস্ত জৈব উপাদাকে বুঝায় যেগুলো জীবের দেহ গঠন, ক্ষয়পূরণ এবং শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়।

প্রশ্ন-১০. ব্যাকটেরিয়াকে আদিকোষ বলা হয় কেন?
উত্তর : যে সকল কোষ সুগঠিত নয় এবং ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে ঐসকল কোষকে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বলে। ব্যাকটেরিয়ার কোষে এসব বৈশিষ্ট বিদ্যমান। তাই ব্যাকটেরিয়ার কোষকে আদি কোষ বলা হয়।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x