পড়াশোনা

পলিইথিলিন কি? What is Polyethylene?

1 min read

প্রশ্ন:পলিইথিলিন কি?
উত্তর : পলিইথিলিন হচ্ছে ইথিলিনের পলিমার যা প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়।

রসায়ন বিষয়ের আরও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. ফরমালিন কাকে বলে?
উত্তর : ফরমালডিহাইডের ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে।

প্রশ্ন-২. আইসোমার কী?
উত্তর : একই পারমাণবিক ভরবিশিষ্ট বিভিন্ন মৌলের পরমাণুকে পরস্পরের আইসোমার বলে।

প্রশ্ন-৩. ধাতব পরিবাহী কি?
উত্তর : যেসব ধাতব মৌল ইলেকট্রণের মাধ‍্যমে বিদ‍্যুৎ পরিবহন করে তাদেরকেই ধাতব পরিবাহী বলে। এদের ভিতরে মুক্ত বা সঞ্চরণশীল (Delocalized)  ইলেকট্রণ থাকে। যা প্রবাহিত হয়ে বিদ‍্যুৎ পরিবহন করে।

প্রশ্ন-৪. ধাতুর পুনঃপ্রক্রিয়াজাত কাকে বলে?
উত্তর : পরিত্যক্ত ধাতুকে আবার ব্যবহার উপযোগী ধাতুতে পরিণত করার পদ্ধতিকে ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ বলে। যেমন পরিত্যক্ত অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিলকে অ্যালুমিনিয়াম তৈরীর কারখানায় প্রেরণ করে অ্যালুমিনিয়াম ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ করা হয়।

প্রশ্ন-৫. মৌলের নিরপেক্ষ অবস্থা বলতে কী বুঝায়?
উত্তর : যে অবস্থায় মৌল কোন ইলেকট্রন দান বা গ্রহণ অর্থাৎ কোনো বিক্রিয়ায় অংশ নেয় তাকে মৌলের নিরপেক্ষ অবস্থা বলে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x